ফিরে পড়ার কবিতা ঘোড়সওয়ার জনসমুদ্রে নেমেছে জোয়ার,হৃদয়ে আমার চড়া।চোরাবালি আমি দূরদিগন্তে ডাকি—কোথায় ঘোড়সওয়ার? দীপ্ত বিশ্ববিজয়ী! বর্শা তোলো।কেন ভয়? কেন বীরের ভরসা ভোলো?নয়নে ঘনায় বারে-বারে ওঠাপড়া?চোরাবালি আমি দূরদিগন্তে ডাকি?হৃদয়ে আমার চড়া?
বাংলাদেশের উত্তাল ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে স্মরণে রেখে উত্তরাধিকার মুছে ফেলা সহজ কথা নয় অন্যায়ের সামনে নতজানু হয়ে শোক করছে একটি জাতি দোষ দিচ্ছে নিয়তিকে, কি আশ্চর্য! এরচেয়ে অবিমিশ্র
গনগনে আঁচে কবিতা বাঁচে ওদের ঠিকানা ‘ঢিবির পার ‘!ওদের কথা কি বলি আর ?ওখানে মেঘ রাত দিন ….ওখানে সূর্য উদাসীন। ওই দেখছো ! মিশকালো রং অস্থিসারবছর তিন কুড়ি করেছে পার