শুকনো মন
আমিও একাকী, তুমিও একাকী
আজি এ বাদল রাতি।
আমি জানি হে নাথ, তব হৃদয়াবেগ
ভরা জোয়ারে আসিয়াছে তব প্রেমাবেগ,
কি পাইয়াছ তুমি মোর সখা?
কেনই বা হইয়াছে তব হৃদয় প্রেমসন্তপা?
নই রূপসী, নই ঐশ্বর্যশালিনী ;
নই মিষ্টভাষিণী,নই আমি উচ্চ শিক্ষিতা,
রয়েছে মোর শুধুই নিঃস্বতা।
দুজনার_ই দুটি পথ, দুটি থাকার কোণ,
তবু জানিনে কেন?
হঠাৎ করে ভিজতে চায় শুকনো এ মন।