জলছবি
বৃত্তের বাইরে তখন তুমুল মেঘ ,
হাত বাড়ালেই টুকরো টুকরো জলছবি !
বৃষ্টিফোঁটা কানে কানে বলে যায় ,
চোখ মেলো । পৃথিবীর সবুজেরা
ইচ্ছেনদীর পাড় ধরে কেমন চলছে , দ্যাখো !
নিষিক্ত শব্দেরা যেমন ভেসে বেড়ায় জীবনমোহে ,
ক্রমশ কেন্দ্র থেকে পরিধি !!
ইচ্ছের মালা অনেক গেঁথেছি ,
বৃষ্টিভেজা মল্লারের সুরে সেই
জমাট মালার সব ফুল
তুমি তাকিয়ে দেখেছো কখনও ?
কখনও কি নিভৃত আলাপচারিতায় অকপট হয়েছো ?
প্রতিটি ফুলের পৃথক বার্তা থাকে !
শুনে দেখো অথবা বুঝে নিও স্পর্শে !
কখনো সমুদ্রে গেলে ইচ্ছেমতো
বুঝে নেবার সহজ হিসেব
ভাসিয়ে দিও মাঝদরিয়ায় ,
সব বুঝে গেলে বড় অহংকার হয় যে !