কবিতা: তুমি নজরুল
বিদ্রোহী তুমি ভেঙ্গেছো শেকল উন্নীত করেছে শির
জাতীর ভেদাভেদ রেখেছো দূরে তুমি মহান বীর।
মহাকালের তুমি অরুণ কিরণ, মুক্তির আলো বর্ষাও
চেতনায় তুমি কবিতায় গানে ,ভরপুর এক পিয়ালা মদ।
ধর্মের নামে বুজরুকি সব , তুমি গেয়েছো সাম্মের গান
মোরা সব একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
বেজেছে অগ্নি বীণা তোমারই সুরে , করেছো চির উন্নত শির
দূর হয় ভয় , দুর্গম গিরি লঙ্ঘনে তুমি ছিলে মহান বীর।
আজ আছো তুমি ওই অন্তপারের সন্ধ্যা তারার দেশে
আজ চারিদিকে বাজে ডঙ্কা , বিদ্রোহী সব তুফান তোলে।
বিদ্রোহী প্রাণ তোমার কলমে ছিল দারুন মর্ম ব্যথা
দূর্জয় রণে ভাঙে ওই লৌহ কপাট তোমার প্রাণের মর্ম কথা।
তুমি নজরুল, বিদ্রোহী কবি বিরহের অশ্রুজলে ভরা ছিল দুই আঁখি
কোনো এক নিশীথ রাতে, আজও বুকে বাজে , একা একা বসে।
জাতীর কবি আজি শুধু তোমারই নাম, বিশ্ব ধরায় বজ্র গলায় ডাকে ওই
হুশিয়ার, হুঁশিয়ার, কে আছো জোয়ান, হয় আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।