সুখের ঠিকানা
কত দিন প্রাণ ভরে লিখিনি শুধুই বিকলের কোলে নিজেকে
সোপর্দ করি
পথিমধ্যে থেমে যায় সিগনাল পাওয়া চলন্ত গাড়ি
না বিকল এমনি হয়নি
জমানো শোক দুঃখ
ছায়ের গাদা হয়ে
বোহেমিয়ান মৌসুমী
আকাশে ভোকাট্টা ঘুড়ির মত
উড়তে শুরু করে
তখন সব আশা শেষের পথে…
তেলেসমাতি কারবারের
মত মুঠোতে পেলাম
একটুকরো চকমকি পাথর
চিনিয়ে দিলো সুখের ঠিকানার গলি
বাদলের ধারার মত
টুপ টুপ করে সিক্ত হলো তপ্ত মাটির পৃথিবী।