বৃষ্টিমঙ্গল
আজ বৃষ্টি মেজাজী মৌতাতে,
নেশাতুর ফোঁটা সুধারসে টলমল।
বিলাস পিয়াসী মদালসা চোখের ইঙ্গিতে,
নিশ্চুপ-আকুতি,দুর্বার কোলাহল।
ঝরঝর জলে ভেসে যায় সাম্পান,
আকাশ বাজায় স্বর্গীয় স্বরমন্ডল।
কোন প্রশ্রয়ে মন,উষ্ণতা মাপে!
রমণাভিলাষে মত্ত কদমদল।
রিনিক্ ঝিনিক্ সুরলহরীর কাঁকন,
মাতাল হাওয়ায় ঝাপসা শামিয়ানা।
আশ্রয়হীন,শিহরিত মল্লারে,
হোক, বাঁধনছাড়া স্বপ্নের লেনাদেনা।