একদা মেঘ, কদমকে ভালোবেসেছিলো
ফোটেনি কদমকলি, মুখখানি ভার
নিদাঘের দহন যেন বহু কবেকার!
কেন মেঘ তুমি হায় এতখানি পর?
নীপবনে হোমানল আর ধুলোঝড়।
দূরে তুমি, তোমাতে তাই অভিমান এত?
বিহনে কাঁদিছে কদম, নিয়ে রিদয়ের ক্ষত!
দেখো জাগেনি প্রসূনকলি, প্রেমহীনে হাহাকার
প্রেমিক হয়নি হায় আজো প্রেমিকার।
জীবনের মানে সেতো – ট্রাজেডির মেলা
সহজে মিলিলে প্রেম, সেতো অবহেলা।
ঝরো মেঘ ঝরাও তুমি, কিনারে কিনারে
প্রেম দেয়ার খেলা, শুধু কেন চাও তারে?
মেঘ – কাঁদিয়া করিলো দান- বৃষ্টির বারি
কদম – হাসিয়া ফুটিয়া কহে – এ প্রেম তোমারি।
প্রেম কাঁদিয়া নেভায় দায়, বিষাদে জোটে
আজো বিরহ ফোটায় কলি, প্রেমিকার ঠোঁটে।