আকাশ ঢাকে কালো মেঘে
রাখাল রাজা মাঠে চলে
সঙ্গে নিয়ে ধেনু,
প্রভাত কালে যাচ্ছে মাঠে
হাতে আছে বেনু।
ফাঁকা মাঠে ধেনু ছেড়ে
গাছের তলায় বসে,
সকাল বেলা রোদের ছটা
নদীর জলে ভাসে।
প্রভাতে কালে ছেলে-মেয়ে
খেলার মাঠে হাটে,
কলসি কাঁধে গায়ের বধু
যাচ্ছে পুকুর ঘাটে।
গায়ের চাষী দুপুর বেলায়
বাড়ি ফিরে আসে,
হঠাৎ দেখি আকাশ ঘিরে
কালো মেঘে ভাসে।
মেঘের ডাকে রাখাল রাজা
ছোটে বাড়ির দিকে,
প্রভাত কালে চারিদিকে
কালো মেঘে ঢাকে।
#
ছন্দ -কৃতঋণ(রবীন্দ্রনাথ ঠাকুর)
মাত্রা-৪+৪/৪+২