কবিতা: কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম যার
পরবর্তীকালে বিশ্বে ছড়িয়ে পরেছিল
বিপুল নাম-ডাক তার।
কবি তার অসাধারণ লেখনীর জন্যে
প্রিয় হয়েছিল সবার।
যেখানে যত শোষিত মানুষের
উপর হয়েছে অত্যাচার
নজরুলের কলম শোষকের বিরুদ্ধে
গর্জে উঠেছে বারংবার।
নজরুলকে জীবনে
সহ্য করতে হয়েছে অসহ্য যন্ত্রণা
সন্তান শোক, পত্নী বিয়োগের ব্যাথা
তবুও তার কলমকে যাই নি নীরব রাখা।
সাম্যবাদী,মানবতাবাদী কবির প্রতি
যদি প্রকৃতই শ্রদ্ধা জানাতে চাও
অন্যায়ের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াও।