বৃষ্টি বিলাস
সারাদিন আজ বৃষ্টিভেজা
চলছে তো চলছেই…
দুপুর গড়িয়ে গেল, দৃষ্টি সেখানেই।
আয়, আজ বৃষ্টিস্নানে যাই
স্নান শুধু স্নান নয়, ভেজা বারতা
কিছু সুর প্রানে, ফুল ফোটা গানে
জাগিয়ে যায় আকুলতা।
বাগানের গাছগুলো বহুদিন
ছায়া ধরে আছে
আজ বৃষ্টি কেমন
এসে ভিজিয়ে দিয়েছে।
পাতায় পাতায় সেই বৃষ্টির সুর
আয়, আজ ওদের কথা শুনি
ঘর ছেড়ে এসে দ্যাখ, উঠোন কোথাও নেই—
যেন এক জলের পুষ্করিণী।
মেঘে মেঘে জল থৈ থৈ
আজ যেন রাগ করিস না তুই?
তুই কিরে— কি করে বললি
ভালো লাগে না আর তোর এই ভেজা বৃষ্টি।