ফ্লোরেন্সের বৃষ্টি
বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাতে আপনার ভালো লাগে না
কিন্তু জ্বর তো আপনি বাঁধিয়ে বসেছেন।
ফ্লোরেন্সে
মিকেলাঞ্জেলোর হাসিখুশি কিশোরী প্রেমিকা
ঠিক এই বোকামিটাই করেছিল
স্বজ্ঞানে।
বৃষ্টির ওপর দোষ চাপিয়ে
সত্যি আপনি পারবেন নিজেকে অস্বীকার করতে?