রে আষাঢ়
ঈশানে জমেছে মেঘ
দেখে লাগে ভয়
মন করে আনচান
কিজানি কি হয়।
ঝিমঝিম ঝমঝম্
মেঘমল্লার
একটানা সুর বেজে
চলে বর্ষার।
কদম কুসুম চাঁপা
জুঁই বেলী ফুল
আনন্দে সবে যেন
আজ মশগুল।
নব রূপে সেজে ওঠে
আজ কেয়া বন
ময়ূরেরা খুশি হয়ে
তুলেছে পেখম।
বিরহী যক্ষ তবু
ভাবে বসে আজ,
রে আষাঢ়, নিস্ফল হলো
তোর সাজ।