তোমার বৃষ্টিতে
সময়ে বৃষ্টি এলো শহরে অসময়ে তোমার চোখে
মেঘ তোমার মনের মতন গর্ভবতী অভিমান মাখে,
কৃষ্ণকলি পাতায় দুফোটা তোমার কাজলে নামে
গড়িয়ে গড়িয়ে যেমন বটপাতায় বৃষ্টি জমে,
আবছা শার্সির আড়াল চোখদুটো দূর উদাসীন
আঁখিময় বৃষ্টিতে থাকুক এযাবৎ ঋণ,
ঝাউবনে মায়াবী হাওয়া সোহাগ স্পর্শে কাতর
বিলি কাটে ঝাউপাতা ঢেউ গোনে অবসর,
বালিয়াড়ি পদচিহ্ন মাখা ভেজা দিগন্তলীন ভূমি
সেদিন পায়ের ছাপ ছিল যে পথে হেঁটেছিলে তুমি,
রেখে গেছো শূন্য বালুচর চেনা বৃষ্টি জলফোঁটা
রেখে গেছো পা-ডোবানো-বক হারানো চুলকাঁটা,
ঝিনুকের মত কুড়িয়েছিলে বাতিল রোজনামচা
সবুজ অন্ধকারে হারিয়েছ পড়ে আছে গরম চা,
এভাবেই আসে আষাঢ় যেমন আসো তুমি
শ্যামল গভীর অন্ধকার ভিজি গোপন আমি,
মেঘ ছায়া জলফোঁটা সামনের শার্সি অশ্রুময়
আমার যত এটাওটা তোমাতেই হোকনা সঞ্চয়।
খুবই সুন্দর