বিরহে শোক নেই
বিরহে শোকের জন্ম হয়নি
পরিত্যক্ত বীজ শুধু আলোর
দিকে তাকিয়ে রইল সারাদিন
সময়ে সেও দেখেছে পাতাদের
আনাগোনা ,ফুলের বাহার-
জীবনানন্দের পাশে বেহুলা
শোভনার পোশাকে বনলতা
কাদম্বরীর বিরহে মৃত্যু
আমি বেঁচে থাকবো বলে
গীতবিতানে ভানুর কাছে এসেছি-
আমি বিরহে পালিয়ে যাইনি দূরে
নিজেকে দেখেছি ,বসেছি নৌকায়
যাযাবর স্রোত ঠিকানা দেবে আমায়।