কবিতা: পরিবেশ দূষণ।। ড. শ্যামল প্রসাদ চৌধুরী  - শৃণ্বন্তু কবিতা: পরিবেশ দূষণ।। ড. শ্যামল প্রসাদ চৌধুরী  - শৃণ্বন্তু
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

কবিতা: পরিবেশ দূষণ।। ড. শ্যামল প্রসাদ চৌধুরী 

আপডেট করা হয়েছে : শনিবার, ২০ জুলাই, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন
কবিতা: পরিবেশ দূষণ।। ড. শ্যামল প্রসাদ চৌধুরী 

পরিবেশ দূষণ

উঠছে বাড়ি ,বাড়ছে মানুষ, বাড়ছে শিল্পায়ন,

আধুনিকতা আর বিলাসিতায় বাড়ছে পরিবেশ দূষণ।

হারিয়ে যাচ্ছে বন ও বন্য প্রাণী , মানুষের কর্মদোষে,

ধরণী ও বদলে যাবে মানুুষের অপকর্মে প্রকৃতির রোষে।

হারিয়ে যাচ্ছে  পাহাড় আর সবুজ বনানী,

মানুষের কারনে আজ পুু়ড়ছে যেন এই ধরনী।

আজ মহাশক্তিধর রাষ্ট্রগুলি নব নব  প্রযুক্তি গড়ছে ,

 বিজ্ঞানবলে মানুষ যেন  প্রকৃতিকে জয় করছে।

তাই দূষণে গেছে ভরে,বিপন্ন এই পৃথিবী…

শ্রেষ্ঠ জীব মানুুষেরই কারণে ধ্বংস আজ প্রকৃতি।

দাবানলের  অনলে  পুড়ছে  ফুুসফুুস আমাজন ,

বায়ুমন্ডলে বেড়ে চলছে গ্রীনহাউজ গ্যাস কার্বন। 

প্লাস্টিক চাদরে আজ মোড়া পৃথ্বীর জলমণ্ডল, 

দূষণ আজ সর্বত্রই গ্রাস করছে এ বিশ্ব জৈব মণ্ডল।

পৃথিবীর হাজার প্রজাতিরা আজ নিশ্চিত বিপন্নের পথে,

জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা আজ বিপদের মুখে।

বন্য প্রাণী শূন্য প্রায়, যাবে না  আর তাদের দেখা,

অরণ্যভূমি জলাজঙ্গল , এখন হারিয়ে গেল কোথা।

মিষ্টি জল বলতে এই ভূমণ্ডলে  কিছু আর নেই ,

একটি গাছ একটি প্রাণ বিকল্প তার  নাই।


আপনার মতামত লিখুন :

One response to “কবিতা: পরিবেশ দূষণ।। ড. শ্যামল প্রসাদ চৌধুরী ”

  1. অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি শৃণ্বন্ত সাহিত্য পরিবারের সবাইকেই।স্বরচিত কবিতা মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ আমার জীবন রথের এই পথ চলার পাথেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!