শুধু কবিতার জন্য
জীবনের জন্য কবিতা, নাকি কবিতার জন্য জীবন
আমি ভালোইবা বাসি কারে, কারই বা বেশি আপন?
আমি জীবনের স্রোতে চলেছি ভেসে, এসেছি বহুদূরে
কবিতা তবুও ছাড়েনি পিছু, বেঁধেছে যে মায়াডোরে।
কবিতার জন্য ঘর ছেড়েছি, আমি হয়েছি ভবঘুরে,
পাষাণ জীবন সব কেড়ে নিল, সুখ গিয়েছে দূরে!
কবিতার মাঝে সব ফিরে পাই, হারানো যৌবন বেলা
জীবন কিছুই দেয়না ফিরিয়ে, করে শুধু অবহেলা।
কবিতার মাঝে সব লেখা থাক, হারাবেনা কভু জানি
দিয়েছি যারে উজাড় করে, আমার এ হৃদয়খানি।
ফাগুন-বসন্ত রঙিন সময়, জীবন গিয়েছে চলে
যে যাবার সে চলে গেছে চুপি, যায়নি’ত কিছু বলে!
জীবন ফুরাবে হারাবো আমি, ফিরবোনা জানি আর,
জীবন বেলা শেষ হবে তবু, কবিতা নয় হারাবার।
কবিতা আমি বড় ভালোবাসি, কবিতাই বেশি আপন
জীবনের জন্য কবিতা, আর কবিতার জন্য জীবন।