পরিবেশ
যেখানে গিয়ে পৌঁছলাম
সেখানকার চমৎকার পরিবেশ
একান্ত খোলামেলা
শহরের কোলাহল ছাড়িয়ে
শান্ত নির্জন মুক্ত প্রান্তরে
কিছুক্ষণের মধ্যেই
সেই প্রেক্ষাপট মুছে গিয়ে
ফিরে এলো সহজ করে
ফেলে আসা শৈশব
চোখে মুখে দেহে
খেলে গেল বিদ্যুতের চমক
স্বপ্ন ধরা দিল
অনন্ত আবেশে
খুশির ঝলক নিয়ে…..