কৃতজ্ঞতা হীনতায়
নিঃশব্দে বয়ে যায় স্রোত-নিরন্তর
বয়ে যায় কালের ধারায় সব…
অনুভূতি অনুভবে ।
মহাপুরষ্কারে সমৃদ্ধ এ ধরায় কাল যাপনে কিই বা দিলাম…!
কৃতজ্ঞতা হীনতায় –
প্রাপ্তির অমোঘ আকাঙ্খা কুরে খায় নিয়ত
শরীর ও মন
অদৃশ্য ঘুন পোকার মত
যাকিছু রেখেযাই সবই লিপিবদ্ধ হয় প্রতি পদচিহ্নে -এক অদৃশ্য উন্মুক্ত বিরাট পাতায়
যে দিকে তাকাই মহাশূন্য,
তার ছায়াপথ বড় বন্ধুর…
বালুকণা হয়ে ফোটে চোখে ।
পাহাড়ও সরলতায় নত হয়
নরম মাটিতে
আর আমি…..