বাংলাদেশের উত্তাল ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে স্মরণে রেখে
উত্তরাধিকার মুছে ফেলা সহজ কথা নয়
অন্যায়ের সামনে নতজানু হয়ে শোক করছে একটি জাতি
দোষ দিচ্ছে নিয়তিকে, কি আশ্চর্য!
এরচেয়ে অবিমিশ্র দৃশ্য আর কি হতে পারে?
ছায়াময় একটি জীবন,
স্বপ্নের গাছ গাছালি দিয়ে ঘেরা বাস্তু-ভিটার মত।
উত্তরহীন প্রশ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছে নপুংসক রাষ্ট্র
পরাভূত ক্রোধের মত অসহায় মুখে।
তোমার সঙ্গত দাবি সময়ের বুকের চাতাল থেকে
মুছে দিতে পারবে না কেউ
তুমি বরং এখন একটু ঘুমিয়ে নাও
লক্ষ লক্ষ মুষ্টিবদ্ধ হাত সমস্বরে তোমার দাবিকে
তাদের কন্ঠে তুলে নিয়েছে
আর কি চাও তুমি! এখন একটু ঘুমিয়ে নাও
আর কোন বেয়াদবি নয়।
তোমার দীঘল চোখের কোণে অশ্রু বড় বেমানান
জীবনের বর্ণমালা দিয়ে তোমাকে সাজাতে বলেছি
তোমার সহপাঠিদের ।
তোমার বুকের লাল রক্তে ভেজা জামা একদিন
সবুজ সুগন্ধী রুমালের মত প্রিয় হয়ে উঠবে সকলের।
বাংলার মেয়েরা যতবার মা হবে তাদের সন্তানের নাম রাখবে আবু সাঈদ।
সব তরুণের স্বপ্নে তোমার রঙ, উত্তরাধিকার মুছে ফেলা সহজ কথা নয়।