রৌদ্রে বৃষ্টির দোলাচলে
করছে শিয়াল বিয়ে,
টোপর মাথায় বর সেজেছে
নাকে রুমাল দিয়ে।
দিন দুপুরে ডাকাডাকি
রাজার কর্ণে বাজে,
এই শিয়ালের বিহিত করো
আর যেনো না সাজে।
কনের ঠোঁটে মুচকি হাসি
বর শিয়ালে রাগে,
মাংস নিয়ে কাড়াকাড়ি
বর পেলো না ভাগে।
অবশেষে বৃষ্টি থেমে
বিয়েটা শেষ করলো,
রাজার মাথা বরফ মাখা
রাগটা ঝরে পড়লো।