কাগজের প্রতিশ্রুতি
পথে পথে রক্তের লালিমা
উল্লাসের আবীর মাখছে ঘাস,
খুশি নেই কে বলেছে,
কোন সে আহাম্মক,
কড়া রোদে ভিজে যাচ্ছে
হিমঘরে সুরক্ষিত প্রাণের লেবাস।
সোনালী ধুলোরা ওড়ে
জোৎস্নামুগ্ধ নীল কাঁচঘরে,
ওথলানো স্তনের ভাঁজ
কাগজের প্রতিশ্রুতি চায়,
গ্লাসে গ্লাসে রঙিন তরল চলকায়।
স্পর্শের আকাঙ্খা পোড়ে
ধোঁয়া ওড়ে আঙুলের ফাঁকে,
প্রেতের নগরী হটাৎ
বদলে যায় নেশার ছোঁয়ায়।
চুরি যায় সোনার ডিম
লাল আলো জ্বলে কাঁচঘরে,
সেখানে সাপিনী এক
নিজেরই বিষের প্রকোপে
সহস্র বজ্র হানে
বিশ্বাসের পরশ পাথরে।
অপুর্ব লেখা।