সাদা একটা রাস্তা ভেসে আকাশে
অন্ধকার
মিশিয়ে ছায়া কার
আলোর
ঠিকানা ফুটপাত
পথ হারিয়ে পথে পথে বিমূর্ত আলো
রসিকতায় আমি
আমার
রোপন করা বাতিস্তম্ভগুলো গুঁড়িয়ে গেল বুকে
ছেঁড়া তারগুলো জড়িয়ে আকাশ
ভালোদের কেউ নেই আর ভালোরা ভালো নেই
বুক
খালি হচ্ছে দিনে রাতের চাহনিতে
কোন রেস্টুরেণ্ট রেসেপি বানায়নি আজও
টেবিলটা উল্টে দিলেই হল
ভালোরা ভালো নেই আর ভালোদের কেউ নেই
পাথর লাল
হয়ে উঠছে চোখ
মাথার উপর কাশবন নদীর পাড় ভেঙে পড়ছে উপচে
সত্য কেউ বলছে না আর সত্য বলার কেউ নেই
মরুভুমির উওরমেরু আছে
অরণ্যের আছে অরুনিমা
অব্যর্থের ব্যর্থতা আছে
অমানুষের মানুষ আছে আর মানুষের কেউ নেই
কোন রাস্তা নেই পৌঁছে গিয়েছে চোরা রাস্তায়
সাদা একটা রাস্তা ভেসে আকাশে
শুভেচ্ছা 🌹❤️🌿
খুব ভালো