অনুগল্প: সমব্যথী
সমব্যথী
অনেকদিন পর পিঙ্কির কাকিমার বাড়িতে দেখা হলো ওর প্রাইভেট টিউটর প্রিয় সুমন বাবুর সাথে।
বেশ কিছুদিন আগে দুজনেই হারিয়েছে ওদের পিতাদের কে!
পিঙ্কি প্রণাম সেরে আগের মতই ধপাস করে বসে পড়ে, তারপর কুশল বিনিময় করে।
একথা সেকথা বলতেই বাবার প্রসঙ্গ ওঠে,সদ্য ঘটা কাহিনীর মত বাবার মৃত্যু কাহিনী বর্ণনা করে।
সুমন স্যার অপলক চোখে শুধু চুপ করে শুনে যায় সেই কাহিনী আর একটা একটা করে মিলিয়ে নিতে থাকে পার্সোনাল ডায়রিতে আঁকা প্রতিটি ছবির সাথে!
একসময় দুজনের চোখের জল আর বাগ মানেনা!
হাপুস নয়নে দুটি অসম হৃদয় একই ব্যথায় কান্নার সাগরে ডুবে যায়!
এমনি ভাবে পিঙ্কির মাথার সিঁদুর আর চারটি চোখের রঙ কখন যেন মিলে মিশে এক হয়ে যায়,দরজায় দাঁড়িয়ে থাকা দিদিমনি টুম্পা কাকিমার বুঝতে দেরি হয়না।