কবিতা: বন্ধুকে
পঙ্কজ মান্না
বাস স্টান্ডে এগিয়ে দিলাম অতীত
মাথায় আকাশজুড়ে কেষ্টবরণ মেঘ
নতুন একটা ছাতাও দিলাম ব্যাগে
ফের বৃষ্টি এলে আমারই উদ্বেগ
ফেরার ইচ্ছে কখনো যদি হয়
দ্বিধাকে যদি হারায় তোমার মন
যখন খুশি ফিরতে পারো ঘরে
আর চাবির খবর? জানোই বিলক্ষণ