বেলা শেষের গান
অপেক্ষার তীব্র শোক এই ধ্বংসের দিনে
ভেঙে পড়ে অট্টালিকার মত
তুমি ভাঙছো জানি বাইরে না হোক
ভেতরে ভেতরে তীব্র ভাবে ভাঙছ…..!
শ্বাপদের জীবনে শোক তাপ আসে
তুমি তো মানুষ, ভিন্ন সে কথা ।
তবে, ধ্রুব সত্য তো কিছু নয়!
জীবন আর মৃত্যু ব্যতীত
মৃত্যুও পরিসমাপ্তি নয়,
ক্ষয়ে যাওয়া পাথরের মত জীবনকেই আমরা মৃত্যু বলি।
মৃত্যু রেখে যায় কিছু স্মৃতি মেঠো আলপথের ধারে
দাঁড়ানো তালগাছের মত।
রেখে যায় দাগ হাতের রেখার মতো
স্বৈরিণীরও থাকে তৃষ্ণার্ত ঠোঁট
মুগ্ধতা জমে পল্লবে, ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুজল
ধ্বংসের গহ্বরের অপাবৃত অন্ধকার থেকে
ভেসে আসে আলোর ইশারা।