মা’কে মনে পড়ে
যে আকাশ-চেরা বিদ্যুতে তুমি আজও চমকে ওঠো-
সেই আকাশেই আমার মা আছে,
লোকে তাই বলে!
হয়তো সে কারণেই আকাশ আমার প্রিয়!
যে কালো চুলের বিনুনিতে আমার গোলাপ সযত্নে রাখো আজও
সেখানে আমার মায়ের গন্ধ থাকে,
আমি পলকহীনতায় তোমাকে দেখি!
হয়তো সে কারণেই বিনুনি আমার প্রিয়!
যে সন্ধ্যাদীপের আলোয় তোমার শঙ্খধ্বনি আলোড়িত হয়-
সেই আলোড়নে আমার মায়ের আকুলতা আছে,
আমি আজও স্পন্দিত হই!
হয়তো সে কারণেই শঙ্খধ্বনি আমার প্রিয়!