আগামী দিনে
গোপাল পাড়ুই
অশান্ত মিছিলে এখনও রক্তের দাগ
আগুন জ্বলছে জ্বলবে
তুমি পথিক দেখে নাও শিখে নাও
জাতক একদিন জানতে পারবে
হিসেবটা একটু পাল্টিয়ে গেছে
একদিন ব্যারিকেড ভাঙবে
বুলেটের দাগ যদি মুছে না যায়
জবাব টা তোমাকেই দিতে হবে
যতই দেখাও অপরাধীর অজুহাত
নিতে পার আরও আরও প্রাণ
মুখের অন্ন কেড়ে নাও যদি
বুকের আগুনে জ্বলবে শ্মশান
মিছিল টা চলে যায় দূরে
চুপি চুপি বলে যায় কানে কানে
শহীদের রক্ত শুকোয়নি আজও
দেখে নিও তোমরা আগামী দিনে।