১।। পাখি
অদৃশ্য প্রাণ পাখি
আসা-যাওয়া করে
আমার দেহ খাঁচায়…
প্রিয় পাখিটি কি
পোষ মানে?
ছুটির ঘন্টা শুনে
সে পালায়!
২।। যাপন
বোবা শব্দে সন্ধ্যা নামে
দুয়ারে দুয়ারে…
আযানের সুর বাতাসে
শঙ্খের গান বাতাসে
আলো জ্বলে ওঠে —
ফেরার সময় হলো ঘরে!