আবেদন
তোমার যদি গুণ না থাকে
রূপে কি তব আসে যায়!
ভালোকে যদি ভালো বলে
যন্ত্রণা এত কেন হায়!
নারী আজও রয়েছে বন্দী
প্রকাশের নেই অবকাশ,
পুরুষ তোমরা দিতেই পারো
ছবি নিজের এক আকাশ।
দ্বন্দ্বে আমি নই তো রাজি
ভালোবাসায় সমাধি,
সম্পর্কের যে আছে বিন্যাস
বুঝছি আজ অবধি ।
চেহারা আমরা দেখাতে পারি না
আজও ঘটেনি জাগরণ,
আবরণে কেনো ঢাকবো বলো
আমার এ দুই নয়ন।
হাতে রুলি পায়ে মল তাই কি আজ সম্বল?
এ বাতাবরণ ভুললে কি পায় না সম্মান?
মুক্ত হোক কুসংস্কার যত হৃদয় তব,
ধ্বংস করে দাও মৌন অবচেতন।
হাতে হাত ধরে এগিয়ে দেওয়ার
প্রেরণাটুকু শুধু দাও,
জ্ঞানের আলো বন্ধ রেখো না
দীপ্ত দীপ জ্বালাও।