লুকনো আলো
মেঘের গায়ে রেখেছি মন,কোন উপমায় ধরি তো
দুঃখ ভুলে মায়াবন্দি নিঃস্ব তবু প্রাপ্য অধিকার
রক্তঋণের কথা নেই ধন্ধে খুঁজি মনপাখি রে
ছেড়ে গেলে সাত-উপোসী বুক-কথনে অনাহার
সারা দিনই আত্মহনন কী-বা সে ঢেউখানা
অবুঝ মনের সাঁতার শেখায় অসহায় ইশারা
কষ্টে আছি উপেক্ষিত পূর্ণতার শ্রাবণেও
লুকনো আলোর অহংকারে আলগা যেন বৃষ্টিফুল
ঝরাপাতার বন্যপথে তোমারই চোখ ভাসছে যে
ইচ্ছেগুলির রঙ্গনে আজও বেবাক মৃগদেহ…