বেকারত্ব
আমি তাঁদের জ্বলতে দেখছি ;
বেকারত্বের আগুণে দাউ দাউ করে জ্বলছে।
তাঁদের প্রচণ্ড করুণ চিৎকার —
আমার কপালে আঘাত করছে , দীর্ঘশ্বাস সঙ্গে..!
যেখানে ভুক্তভোগী মানুষের রক্ত চুষে;
শিশিরের পরিবর্তে অশ্রু পান করে —
এই অন্ধ রাজত্বে আমাকে ঘুমাতে দাও !
আমার মন খারাপ — ভবিষ্যৎ নেই , নীচ লাগছে।।
Enough, pithy and .
Sundor