রোদের আলো
রোদের আলো দেখায় ভালো
আমরা সবাই জানি,
আঁধার ছেড়ে আলোর পথে
সরল জীবন খানি।
ভোরের বেলা কোমল রোদে
মিষ্টি মধুর লাগে,
পূব আকাশে আলোর হাসি
খুশির দোলা জাগে।
দুপুর বেলা তাপের খেলা
মন বসে না পাঠে,
পথিক খুঁজে গাছের ছায়া
কেউ থাকে না মাঠে।
বিকেল বেলা নরম রোদে
খেলার মাঠে ফিরে,
সাঁঝের বেলায় সূর্য ডুবে
সবাই ফিরে নীড়ে।