মেঘের কোলে
আরু সোনা রাগ করেছে
মা করেছে আড়ি,
বৃষ্টির জল জমে গেছে
সারা উঠোন বাড়ি ।
ঈশান কোনে মেঘের মেলা বকের সারি নাই,
সূর্য্যিটাও উধাও আজি ঐ
মেঘ নিয়েছে ঠাঁই ।
মেঘের পিছে রোদ লুকিয়ে
অট্ট হেসে কয়,
দেখবো এবার মায়ের বকা
কেমনে আরু সয়।
মায়ের কাছে ঘ্যান ঘ্যানিয়ে
উল্টো পথে হাঁটে,
বৃষ্টি জলে ভিজবে আরু
কান্নাতে বুক ফাটে ।