দুষ্টু মেয়ে
দুষ্টু মেয়ের ইচ্ছে হলো
থাকবে বাবার সাথে,
কোলে বসে ঘুরবে সে
উঠানে আর মাঠে।
খাটে বসে করে খেলা
মাটিতে না নামে,
বাংলা গানের তালে তালে
নেচে নেচে ঘামে।
পড়তে বসে ছড়া ধরে
হাট্টিমাটিম টিম,
কলম হাতে নিয়েই সে
আঁকে ঘোড়ার ডিম।
হেড অর্থ বলে মাথা
নোজ অর্থ নাক,
দুই চারটি শব্দ বলেই
মাকে দেয় ডাক।
একটু খানি দূরে গেলেই
বলে মা, কোথায়?
তোমার কী থাকে না?
আমার কথা মাথায়।
দুষ্টু মেয়ের কান্ড দেখে
মিটমিটিয়ে হাসি,
গলা জড়িয়ে ধরে বলে
বাবা, তোমায় ভালোবাসি।