ভালোলাগা
ভালোলাগা
……………
চেয়েছিল,
আমি অসীম হই …
সংস্কারহীন হই …
বেহিসেবী হই …
রসবোধী হই …
মনোরঞ্জক হই …
নাছোড় হই …
নির্লোভী হই …
অসৎ না হই …
হইনি!
হ’তে পারিনি!
সীমাবদ্ধতা — আমাকে ঘিরে রেখেছে …
সংস্কার — আমাকে সংস্কৃতিবান ক’রে তুলেছে …
হিসেব ক’রতে শিখিয়েছে পরিমিতিবোধ,
সংযত ক’রে রাখার ধারণায় …
রসবোধে ভরপুর হ’য়ে উঠলেও,
রসাতলে গ’ড়িয়ে না যাওয়ার জ্ঞানে
আমাকে প্রবুদ্ধ ক’রে রেখেছে …
মনোরঞ্জকতায় কামনা-বাসনা মিশে আছে …
লোভহীন ব’লি কী ক’রে নিজেকে …!
নাছোড় আমি,
ইচ্ছে জাগলে নিজেকে,
আরও বেশি উন্মত্ত ক’রে তুলি …
ভালোলাগাকে আশ্রয় ক’রে এতোকিছু …
এতো কর্মকাণ্ড …
এর ভিতর নির্ভয়তা কাজ ক’রলেও,
এ প্রচেষ্টা কী অসৎ …!