(একটি র্যাগিং বিরোধী কবিতা)
পাঁচতারা মুখোশের নিচে
এ জীবন বারোটা বাজার
এ জীবন স্বজন হারার–
জীবনের শেষ খেয়া পারাপার করে–
সীমাহীন যন্ত্রণার পাঁচতারা লাশ।
পাঁচতারা ছাপ মারা মিথ্যার আড়ালে,
দেখা দেয় ভয়ংকর নগ্নতার
মদমত্ত হিংসার অন্ধকার ছবি,
পাঁচতারা প্রাসাদের অন্ধকারে
বিপন্নতা মাথা খোড়ে আর্ত হাহাকার।
এই খানে প্রতিদিন রাত হয় রাগিং এর রাত
প্রভাতি সূর্য ওঠে রাগিং এর ভোরে।
বারবার ফিরে আসে —
পাঁচতারা গরিমার মুখোশের নিচে
অন্ধকারে জেগে ওঠে শয়তানি মুখ।
পাঁচতারা পাঁচিলের রক্তের ছাপে
খুলে যায় আসল মুখোশ,
অপরাধী চিহ্ন রাখে গরিমা পাঁচিলে
তাজা রক্তে সিক্ত হয় নিষ্পাপ জীবন ।
অহংকারী নেশাতুর মদ – মত্ততার
মগ্নতায় মৌন হয় পাঁচিলের কোনে,
যৌবন বিলাসী যেন অন্ধকার মাঝে
ক্রুদ্ধ কারাগারে থাক অর্ধেক জীবন।