শোধন আরতির শান্তিজল
স্বপ্ন বানাই আমি। তোমার শহরে গভীর নীল।
কোলাহল, বিষোদ্গার।
সেসব পেরিয়ে গঙ্গাঘাটের তর্পণ দেখছি।
যে কাছে ছিলনা, তার শেষের পর, ঐতিহ্য লিমেরিক বানিয়েছে, শেষ জীবনের চাওয়া পাওয়ার কথা নিয়ে।
কাগজেও ছেপেছে সে লেখা।
এইখানটায়, তোমার গাঢ় নীল শহরের শেষকৃত্য দেখছি আমি।
তোমাদের প্রতিটা ঘরে, কতটা অন্ধকার ঝিম মেরে আছে, যারা অন্তিমের ছাইগুঁড়ো দেখে নাকে রুমাল চাপা দেয়।
বাঁচতে হবে। যদি বাঁচতেই হয়। তবে চুল্লীর উত্তাপে চেতনা শানিও কর্তব্য।
নাহলে ওষুধটুকু দেখতে না পাওয়া জিজ্ঞাসু চোখ, আরেকজনকে দান করে বৃথা দেখানো অনাবৃষ্টি।