ফিরে এসো আকাশ
খোপার বাঁধন ঠিক বেঁধেছি
গোলাপ কাটা গুঁজে।
মৌমাছিরা আসছে ছুটে
এই কবরীর খোঁজে।
হাজার তারা হাজার আলো
তবু আকাশ খাঁ খাঁ।
অন্ধকারে পূর্ণ চাঁদ
লাগছে যেন বাঁকা।
কোথায় পাবো শীতল পরশ
নয়ন ভরা জলে।
নীল দিগন্তে হারিয়ে গেলে
বৃষ্টি আনার ছলে।
চাইনা বৃষ্টি,মুক্ত আকাশ
থাকুক হৃদয় জুড়ে।
ফিরে এসো এই অরণ্যে
বাঁধব দুজন কুঁড়ে।