পথের প্রান্তে একাকী
জীবনের এই চলমান পথে ,
খুঁঁজে চলেছি আমরা সুখের তরে ।
অবিরাম এ জীবনে কিছু চাওয়া,
দেখিনু বেলাশেষে হলোনা তো কিছু পাওয়া।
কোথাও যেন অঙ্কটার সমাধানে ,
দেখিনু ব্যর্থতা এ জীবনের পথে ।
গোধূলী লগ্নে এসে পথের প্রান্তে,
কোথা ও যেনো চায় এ মন হারিয়ে যেতে।
স্বপ্ননীড় আমার হলো না বলে ,
সোপান তো তাই ভেঙে ফেলে ।
কোথাও যেন এক অজ্ঞাত পথে ,
ভেসে চলে যাই এ জীবন স্রোতে।
গোধূূলী পাখীরা ফিরে গেছে নীড়ে,
আশা-নিরাশার আমি পথের বাঁকে ।
নীরবে নিভৃতে একাকী সন্ধ্যায় স্রোতস্বিনীর তীরে,
ফেলে আসা স্মৃতি গুলো আমায় যেন ডাকে।
প্রেমের গল্প লেখার জন্য কলম ধরেছিলাম,.
মায়াবী ছলে তাকেই প্রত্যাখান করেছিলাম !
প্রশ্ন তোমা, আমার এই সুন্দর সাজানো ধরনী ,
উষালগ্নে তব কাছে চিরসুন্দর চিরসুখ চেয়েছিলাম।
করোনা আমায় প্রত্যাখান বারে বারে,
প্রণমি ,তব এই সৃষ্টির সাজানো বাগিচারে ।
এ জীবনের গল্প অজানা দেবদূত লিখে যায়,
মাঝির ডাকে যেতে হবে দূরপানের ঐ পরপারে।
আমাকে এই সম্মাননা প্রদান করার জন্য শৃণ্বন্ত সাহিত্য পরিবারের সবাইকেই জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপ্লুত।এই পরিবারের সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করি পরমেশ্বর এর কাছে।