আপডেট করা হয়েছে :
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার
পাখি
ও ভোরের পাখি আমি তোমার আঁখি তুমি ওড়ো আকাশে আমি থাকি বাতাসে ডানা মেলা পাখি তুমি হাওয়ায় ভেসে থাকি আমি ক্ষণিকের বন্ধু আমার বিদায়ের সময় তোমার পরস্পরের মিল হয়েছে অন্তর্লীন সাধ ছিল ওড়ার আমি আছি এপার মনের ভাবনা বলছে আর এগোবে না।