কবিতা: জাহাজ
জাহাজ
কেউ নেই দূরাগম অন্ধকার থেকে ফিরে আসে হাওয়া
তোমার শপথ লিপি নদীর ঢেউয়ের মতো দোল খায়
অবিনাশী মন তবু ঝিনুক কুড়ায়
তুলে রাখে বালির বর্ণমালা
নিজস্ব আয়নায় , ছায়ার ওপরে কেউ ডিঙ্গি বেয়ে যায়
জল আসে মগ্নতার স্বচ্ছ নালা বেয়ে
যে গুলি আলিক খড় ধরে রাখি তাকে
মনবীনাতে সাজাই ঘর
যে গুলি গলে যায় বিষাদের তরলে
তাকে তরঙ্গে তরঙ্গে ভাসাই
রক্তাভ শিরায়
ধমনীর কোল ঘেঁষে জাহাজ দাঁড়ায়।