কবিতা: বৃষ্টি যখন রূপকথা।। অরবিন্দ নাথ - শৃণ্বন্তু কবিতা: বৃষ্টি যখন রূপকথা।। অরবিন্দ নাথ - শৃণ্বন্তু
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

কবিতা: বৃষ্টি যখন রূপকথা।। অরবিন্দ নাথ

আপডেট করা হয়েছে : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৯:৩৪ পূর্বাহ্ন
কবিতা: বৃষ্টি যখন রূপকথা।। অরবিন্দ নাথ

বৃষ্টি যখন রূপকথা 

 

বৃষ্টির দিনে সত্যি নৌকো বাদ 

কাগজ দিয়ে নৌকো বানাবে বলে 

বৃষ্টির দিনে খুব কাছাকাছি শ্বাস  

ঘন হয়ে এক ছাতায় রাস্তা চলে । 

বৃষ্টির দিনে হাপুস হুপুস ভেজা 

চশমার কাঁচে ঝাপসা নিকট দূর  

বৃষ্টির জলে উষ্ণতা ভিজে ভিজে  

ঠোঁটে মুখে গালে নোনতা সমুদ্দুর  । 

কম বয়সেই এমন বৃষ্টি ঝরে  

কম বয়সেই ফাঁকা পথ খুনসুটি  

বৃষ্টি বুঝি কম বয়সেরই প্রিয়  

অক্লেশে ভেজে আজো ছেলে মেয়ে দুটি ।  

এখন বৃষ্টি বারান্দা থেকে দেখা  

পথ ঘাট সব ডুবে যায় যদি যাক  

মনের ভিতর উচাটন মেঘ ভাসে  

তারা রয়ে যায় মনভাসি নির্বাক ।  

কল্পনাতেই বৃষ্টিতে আচমন  

স্কুল – ভার্সিটি মিলে মিশে একাকার  

কানে বাজে শুধু রবি ঠাকুরের গান  

মন বলে , ‘ আহা , চমৎকার , এ 

                               চমৎকার ! ‘ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!