উড্ডয়ন
আমরা উপরে উঠি,দেখি-
আমাদের গ্রাম দেখা যায় কি না!
আমাদের বাড়ি দেখা যায় কি না!
ওটাই কি আমাদের বাড়ি
উঠোনে মেলে দেওয়া
পাতাবাহার শাড়ি।
কিশোরীর ওড়নায় দুলে ওঠা ধানক্ষেত!
সেতু গরবিনী দেশের শেষ খেয়া ঘাট
আমরা আকাশে উঠি
দেখা কি যায় —
এক কিশোরের ফেলে আসা লাটাই!
ছেঁড়া ঘুড়ি!
বইয়ের ভাজে লুকোনো বকুল,
মৃদু সুবাস! ডুবসাঁতার!
ভেজাচুল! চোখ লাল
রোদ ঝলসানো এক দুপুর
দেখা কী যায় —
এখনো আমার খুঁজে ফেরা মা-
জহুরা খাতুন।