কবিতা: বিনিময়
বিনিময়
ঘন্টার পর ঘন্টা কথা বিনিময় নয়
কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি।
সামান্য কথোপকথনের মাঝে কৌতুক ছিল না
ছিল বাঁশির সুর-
ভোর সন্ধ্যা কিংবা রাত গভীর।
এখনো বিন্দু বিন্দু সবুজ আলোর অপেক্ষা…
টানাপোড়েনের বুনন নয়,নিঁখুত নকশী কাঁথার বুনন
কৌতুহলী হৃদয় পরমাশ্চর্য অভিজ্ঞতা নিয়ে
বুকে অহরহ ঘন্টা বাজায়।ভালোলাগার প্রতিটি
খসড়াই গান আর কবিতা পঙক্তির সাথে যাপনে মগ্ন।
আকাশে গ্রহ নক্ষত্রের দিক পরিবর্তন হলেও
আমি – ভালোবাসা – কবিতার উপলক্ষ্য বিন্দুমাত্র
বদল ঘটেনি।