ভয়
কোথায় কখন কোন দিন কোন পার্টি
মিটিং ডাকে আমি তার রাখিনা খোঁজ ;
একদিন ছিল যা নখ দর্পণে ,
যখন করতাম পার্টি ঘর বাড়ি ছেড়ে রোজ ।
এখন ভাবি না এ বাংলা মাকে নিয়ে,
শুধু ঘরে বসে বসে প্রত্যাশা করে যাই,
বাংলা মা পেল না প্রকৃত কারো ভালোবাসা,
ভাল করে না কেউ তার, সবাই রক্ত চুষে খায় ।
এখন আর শুনি না সেভাবে মানুষের
প্রতিবাদী কন্ঠ ,ঘরে বসে চুপচাপ পস্তায়;
টিভির পর্দায় কিছু মানুষ কেবল হুংকার ছাড়ে
জনতাকে নিয়ে নামে না তা’রা রাস্তায় ।
যারা নামে তারা দেয় ধাপ্পা,
শুধু নিজেদের আখের গোছাতে;
কেউ এগিয়ে আসে না মমতার হাত নিয়ে
দুখিনী মায়ের অশ্রু মোছাতে ।
পার্টি করার নামেই চলছে সারাদেশে বিপনী
সুশীল ভদ্রজনেরা গেছে ঘর ঢুকে,
তুমি আমি নিরীহেরা ইলিশের গন্ধ শুঁকি
প্রাণ বলিদানের ভয়ে বলি না কিছু মুখে।