তোমার একফালি হাসি
আমার চুলের ভিতর মেঘ নেমে এলে
তুমি বৃষ্টিস্নাত বকুল হয়ে যাও।
তোমার দু চোখ ধরে রেখেছে যে পানি
যদি আঁখিপল্লব বন্ধ করো প্রিয়
তবে আমার বৃষ্টি ধারা নিও।
আমার চুলের ভিতর
যদি গন্ধরাজ গুঁজে দাও
তোমার হাসির মতো
যদি ডানা মেলে উড়ে যায় সে ফুল
চুল নয় চুল নয় সে এক মেঘপুঞ্জের ভুল।
দুকূল ছাপিয়ে পড়ে পানি
অভুক্ত অনাদর ফুটিফাটা মনমাঠ খানি
তবে আমার বুকের থেকে
জেগে উঠবে যে বনবীথি
তুমি তার শাখা হয়ো
অথবা শিকড়
যদি বারুদে ঢেকে যায় মাটির পথ
তবে অন্তঃসলিলা হয়ে
কেন্দ্রীভূত কান্নাকে বুকে ধরে
দেখবো ভূমিকম্পের তাণ্ডব।
যদি তুমি কর্মঠ হাত হও
যদি তুমি অসময়ের সাথ হও
যদি তুমি অনটনের রাত হও
আমি অমাবস্যাকে বুকে নিয়ে
খুঁজে বেড়াবো তোমার একফালি হাসি।
অনেক সুন্দর হয়েছে। কবিকে অভিনন্দন।
খুব সুন্দর হয়েছে। কবিকে অভিনন্দন।