প্রেমাবৃত পথে
হঠাৎই থমকে যাই প্রেমাবৃত পথেই,
প্রতিবন্ধী হতাশা এক পায়ে দাঁড়িয়ে
তার শরীর থেকে পরিশ্রম ঝরে পড়ে
প্রতিজ্ঞার দেহে
কালো মেঘের যন্ত্রণা আমায় স্পর্শ করলে
হিসেবের খাতায় দিন থেকে হয় রাত…
রাত থেকে হয় দিন…
কথার বিবর্তন ঘটলেই বদলের কথা ওঠে
তুমি বদলে যাও,
উদ্ভাসিত প্রাণ আজ
কথার চক্রব্যূহ ভেদ করে
বেদনার্ত মেঘ ছুঁয়েছে…
তুমি বদলে যাও,
শ্রাবণের সাজে মেঘলা তোমার অপেক্ষায়…