ভাবনা
চাঁদ উঠেছে বান ডেকেছে কদমতলায় কে
গান গাইছে মান ভাঙছে ও কে ও কে ?
হাতে নিয়ে বাবুয়ানা
প্রতিদিন কি পাওয়া যায়
মোগলাই খানা !
অনেক দিনের পরে বৃষ্টি এলো
কাল বাজার থেকে আনা
বোম্বাই আম, কে খেলো ?
চুপি চুপি কাছে এসো মল্লিকা
তুমি হবে কি প্রাণাধিকা !!