কবিতা: নীল তিমি
নীল তিমি
নীল আকাশে ওড়া সাদা মেঘের দুরন্ত গতি
সাগরের বুকে জলছবি আঁকে নীল তিমি।
হাজার প্রবাল উৎসুক হয়ে রং তুলিতে ভরে
একঝাঁক মেঘ উঁকি মারে আকাশে দুষ্টুমি।
রামধনু রং ছড়ায় সুনীল আকাশ আলপনা আঁকে
মন ক্যামেরা ক্লিক করে কত ছবি দুরন্ত বাতাসে।
দূর হতে ভেসে আসা সুর প্রবাহিত তরঙ্গে
আসে আলোর ঝর্না ধারায় আসে শ্রাবণের বৃষ্টি হয়ে।
নীল তিমি সাঁতরে চলে সাগরের শেষ সীমানার খোঁজে
অস্ত রাগে সেজে ওঠে সাগর উজ্জ্বল প্রবালের ভিড়ে।
ওর আঁকা জলছবি একাকার দিগন্তের মায়াবী প্রহরে
মহাজাগতিক অনু পরমাণু বিক্রিয়া ঘটায় সাগর গভীরে।
ফুলে ফেঁপে ওঠা উত্তাল তরঙ্গে মহাজাগতিক যোগ
কেঁপে ওঠে উৎস স্থল আলোড়ন পরে প্রবালের প্রাসাদে।
উত্থান আরেকটা হিমালয়ের , নীল তিমি আঁকড়ে ধরে ক্যানভাস
ভাসতে থাকা হিম শৈলীতে একঝাঁক পেঙ্গুইন , সংকটে।