আগুন আগুন পাখি
নতুন গ্রহটি স্পষ্ট,নাম জানি না তো—
তবু দেখে নিই তাকে: চাঁদ,পলিমাটি,
গুনগুন গান শুনি,বুঝি সত্য খাঁটি,
অলৌকিক ভাবনায় মগ্ন থাকি যতো!
আগুন আগুন পাখি বুকে পুষে রাখি
পাখির ডানার কথা মনে জোর আনে,
আকাশে সুদূরে পাড়ি দিতে তারা জানে,
এই ভেবে মাটি জলে ক্ষত-মন ঢাকি!
চারপাশে গড়ে ওঠে কতো কতো গ্রহ
পৃথিবীর যোগ্য সব, তুচ্ছ নয় কিছু,
কাকে হেলা করে যাবে কার পিছু পিছু?
এ-জগৎ স্বপ্নময় —টেনে ধরে গৃহ!
নতুন গ্রহটি স্পষ্ট —নাম দিই ঘর,
মিলেমিশে থাকি সবে, কেউ নয় পর!
বেশ ভালো লাগলো